খাদ্য উৎপাদন বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান
2022-08-01 17:34:15

ঢাকা, আগস্ট ০১: বিশ্বব্যাপী খাদ্যমন্দা দেখা দিয়েছে উল্লেখ করে নিজেদের খাদ্য নিজেদেরকেই উৎপাদন করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার কৃষকলীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্ত ও প্লাজমাদান কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। এসময় দেশের সর্বস্তরের মানুষকে ফেলে রাখা জমিতে শাক-সবজি ও বিভিন্ন রকমের ফসল উৎপাদনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। 

বিদ্যুৎ সাশ্রয় করা মানেই লুটপাট নয় উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষের ভালোর জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। যারা লুটপাটের কথা বলে আন্দোলন করছে তারা অনৈতিকভাবে ক্ষমতায় আসতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা বলেন, যিনি জাতির জন্য নিজের পুরো জীবন উৎসর্গ করেছিলেন, ১৫ আগস্ট তাকেই সপরিবারে হত্যা করা হয়েছে। এই দিনটি বাঙালি জাতির জন্য সব থেকে কলঙ্কের দিন বলেও উল্লেখ করেন তিনি।

ঐশী/ সাজিদ