তামাক-পণ্যের ব্যবহার বন্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান
2022-07-30 18:45:12

ঢাকা, জুলাই ৩০: প্রাণঘাতি তামাকজাত পণ্যের ব্যবহার বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং নেতৃবৃন্দ।

আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলরুমে আয়োজিত ‘ট্যোবাকো কন্ট্রোল ল অ্যামেডমেন্ট ফর অ্যাচেভিং ট্যোবাকো ফ্রি বাংলাদেশ বাই-২০৪০’ শীর্ষক সংবাদ সম্মেলনে বক্তারা এ আহ্বান জানান।

তারা বলেন, প্রতিবছর দেশের মোট মৃত্যুর ৬৭ শতাংশ মানুষ অসংক্রামক রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে, যার অন্যতম কারণ তামাক ও তামাক পণ্যের ব্যবহার। তামাকের ব্যবহার বন্ধ ও জনসচেতনতায় দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই আন্দোলনের সাথে সম্পৃক্ত করা প্রয়োজন বলে মতপ্রকাশ করেন বক্তারা।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিং’ এর চেয়ারম্যান অধ্যাপক ডা.মো.হাবিবে মিল্লাত।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ পৃথিবীর সবচেয়ে বেশি তামাকপণ্য সেবন করে। এখানে তামাকপণ্যের দাম সবচেয়ে কম। তামাক নিয়ন্ত্রণ আইনে পাবলিক প্লেসে ধূমপান করলে মাত্র তিনশত টাকা জরিমানা হয়। পাবলিক প্লেসে সিগারেট খাওয়া বন্ধ করা জরুরি। বর্তমানে আইনে কিছু ব্যত্যয় রয়েছে। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর কাছে ১৫৩ জন সংসদ সদস্যের স্বাক্ষরিত চিঠি দেওয়া হয়েছে বলে জানান ডা. মিল্লাত।

হাশিম/শান্তা