বাঘ সংরক্ষণে ক্যামেরা ট্র্যাপিং জরিপ শুরু হবে বাংলাদেশে
2022-07-29 19:43:01

ঢাকা, জুলাই ২৯: বাংলাদেশের সুন্দরবনে তৃতীয় বারের মতো ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে বাঘের জরিপ পরিচালনা করা হবে। পাশাপাশি বাঘের শিকার প্রাণী যেমন হরিণ ও শূকরের সংখ্যা গণনা, সুন্দরবনের লোকালয় সংলগ্ন ৬০ কিলোমিটার এলাকায় নাইলনের ফেন্সিং বা বেষ্টনী তৈরি সহ বাঘ সংরক্ষণ ও গবেষণা সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম খুব দ্রুত শুরু হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এ কথা জানিয়েছেন। 

বিশ্ব বাঘ দিবস উপলক্ষ্যে বন অধিদপ্তর আয়োজিত আলোচনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে মন্ত্রী এ কথা বলেন। 

সুন্দরবনের বাঘ রক্ষার জন্য সরকার আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। এ সময় তিনি জানান, বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে বাঘ হত্যার জন্য ২ বছর এবং সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত কারাদন্ড এবং ১ লক্ষ থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান আছে। বাঘ হত্যাকে জামিন অযোগ্য অপরাধ বলে গণ্য করা হয়েছে বলেও জানান তিনি। 

সাজিদ/ রহমান