‘ডলার মজুত করলে কঠোর ব্যবস্থা’
2022-07-28 19:22:32

ঢাকা, জুলাই ২৮: বাংলাদেশে কেউ ডলার মজুত করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ -ডিবি’র প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন-অর রশিদ। বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হারুন-অর রশিদ বলেন, ডলারের মূল্য বৃদ্ধির এ সময়ে কেউ যদি তা মজুত করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কেউ যদি জাল ডলার তৈরি করে, তথ্য পেলে তার বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে।

সম্প্রতি ডলারের বিপরীতে বাংলাদেশে টাকার দাম কমছে। খোলা বাজারে মার্কিন ডলার কিনতে গ্রাহককে গুনতে হচ্ছে ১১০ থেকে ১১২ টাকা। 

অভি/ সাজিদ