স্মার্ট আইডি কার্ড পাচ্ছেন ২৫ হাজার মুক্তিযোদ্ধা
2022-07-28 19:38:54

ঢাকা, জুলাই ২৮: প্রাথমিকভাবে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড পাচ্ছেন বাংলাদেশের ১৭ জেলার ২৪ হাজার ৭৬১ জন মুক্তিযোদ্ধা। বৃহস্পতিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ তথ্য জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মল হক। 

মন্ত্রী জানান, এরইমধ্যে ১৭টি জেলার ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড প্রিন্টিংয়ের কাজ শেষ হয়েছে। জেলাগুলো হলো- কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, নড়াইল, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, ঢাকা, শরিয়তপুর, মেহেরপুর ও নারায়ণগঞ্জ। 

বাকি ৪৭টি জেলার ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ডের প্রিন্টিং কাজ দেড় মাসের মধ্যে শেষ হবে বলেও জানান তিনি।

অভি/ সাজিদ