বাংলাদেশে করোনার প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা শেষ হচ্ছে নভেম্বরে
2022-07-26 19:18:05

ঢাকা, জুলাই ২৬: বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেওয়া  প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা আগামি নভেম্বর মাসের পর শেষ হয়ে যাবে। এরপর থেকে শুধু বুস্টার ডোজের কার্যক্রমই চলমান থাকবে বলে জানিয়েছে দেশের স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, 'প্রথম ডোজের জন্য আমাদের লক্ষ্যমাত্রা ছিল ১৩ কোটি ২৯ লাখ মানুষ। সেখানে এখন পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন ১২ কোটি ৯৬ লাখ মানুষ। যার ফলে এখনো প্রায় ৩৩ লাখ মানুষ প্রথম ডোজ টিকা নেয়নি। একইভাবে দ্বিতীয় ডোজ এবং প্রথম ডোজের মধ্যে আমাদের পার্থক্য প্রায় ৯৪ লাখ। অর্থাৎ প্রথম ডোজ নিয়েছেন কিন্তু দ্বিতীয় ডোজ নেননি, এই মিলিয়ে হলো এক কোটি ২৭ লাখ।' 

যারা এখনও টিকা গ্রহণ করেননি, তাদের টিকা মজুত আছে উল্লেখ করে ডা. শামসুল হক বলেন, 'প্রত্যেকটা মানুষ যেন টিকা পায় সেটা নিশ্চিত করার জন্য ব্যবস্থা নিয়েছি। আমাদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া আছে, হাসপাতালগুলো তৈরি আছে, টিকা কেন্দ্র তৈরি আছে।' 

করোনা সংক্রমণ প্রতিরোধে ৩০ কোটি ডোজ টিকা সংগ্রহ করা হয়। প্রথম, দ্বিতীয় এবং বুস্টার ডোজ মিলিয়ে এখন পর্যন্ত ২৮ কোটি ৮৫ লাখ ডোজ টিকা দিতে সক্ষম হয়েছে বাংলাদেশ।


তানজিদ/শান্তা