পাকিস্তানের বন্যাদুর্গতদের জন্য ত্রাণসামগ্রী পাঠালো চীন
2022-07-26 10:46:46

জুলাই ২৬: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশের বন্যাকবলিতদের জন্য ত্রাণসামগ্রী পাঠিয়েছে চীন। পাকিস্তান-চীন মৈত্রী সংস্থা ‘চীনা বন্ধু ফোরাম’, চীনা দূতাবাসের পক্ষ থেকে, জিরসায়ফুল শহরে এসব ত্রাণসামগ্রী নিয়ে যায়। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে খাদ্য ও ৩০০টি ছোট সোলার-জেনারেটর।

চীনা বন্ধু ফোরামের চেয়ারম্যান এসময় বলেন, চীনা দূতাবাসের এ কার্যক্রম থেকে আবারও প্রমাণিত হয়েছে যে, যখন পাকিস্তানের জনগণের সাহায্য প্রয়োজন হয়, তখন চীনারা সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এ ধরনের কার্যক্রম দ্বিপাক্ষিক মৈত্রীরও প্রমাণ।

উল্লেখ্য, জুন মাসের মাঝামাঝিতে কয়েক দফা ব্যাপক ঝড়বৃষ্টির কারণে পাকিস্তানের অনেক এলাকায় বন্যা দেখা দেয়।  গত ২৪ই জুলাই পর্যন্ত ঝড়বৃষ্টির কারণে দেশটিতে অন্তত ৩১০ জন নিহত এবং ২৯৫ জন আহত হয়। আক্রান্ত বিভিন্ন এলাকার মধ্যে বেলুচিস্তানের অবস্থা সবচেয়ে গুরুতর। (সুবর্ণা/আলিম/স্বর্ণা)