নির্বাচনকালীন সরকার নিয়ে দেশে কোনো সংকট নেই : ওবায়দুল কাদের
2022-07-24 18:39:11

ঢাকা, জুলাই ২৪: নির্বাচনকালীন সরকার নিয়ে বাংলাদেশে কোনো সংকট নেই বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির মহাসচিব নির্বাচনকালীন সরকার নিয়ে যে সংকটের কথা বলেছেন তার জবাবে মন্ত্রী একথা বলেন।


ওবায়দুল কাদের বলেন, 'নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, সরকারের অধীনে নয়। সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে।’ নির্বাচন কমিশন একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান বলে অভিহিত করেন কাদের। নির্বাচনকালে স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে নির্বাচন কমিশনকে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে জানান ওবায়দুল কাদের।


বিএনপি নেতাদের চাওয়া আর আবদারের কোনো শেষ নেই উল্লেখ করে কাদের অভিযোগ করেন, বিএনপি নেতারা কখনো নিরপেক্ষ সরকার, কখনো নির্বাচনকালীন, আবার কখনো তত্ত্বাবধায়ক এবং মাঝে-মধ্যে জাতীয় সরকার নিয়ে কথা বলে। বিএনপি নেতারা কী চায় তা তারা নিজেরাও জানে না বলে মন্তব্য করেন তিনি।

 

তানজিদ/শান্তা