ইরানের অর্থনৈতিক স্বার্থ রক্ষা হলে পরমাণু চুক্তি রক্ষা পাবে: রাইসি
2022-07-24 17:12:21

জুলাই ২৪: ইরানের পরমাণু চুক্তি পুনরায় পালন-বিষয়ক বৈঠকে মতৈক্য অর্জিত হবে কি না, তা সার্বিকভাবে পরমাণু নিশ্চয়তা, বিভিন্ন পক্ষের অব্যাহতভাবে মানা এবং ইরানের অর্জিত অর্থনৈতিক স্বার্থের উপর নির্ভর করে।

 

 ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গতকাল (শনিবার) ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাকখো’র সঙ্গে ফোনালাপের সময়  এ কথা বলেছেন।

 

তিনি বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিষদে গত ৮ জুন পেশ করা সংস্থাটির সঙ্গে ইরানের সহযোগিতার অভাব-সংক্রান্ত প্রস্তাব গঠনমূলক নয়। এটি সংকট তৈরির অপতত্পরতা। যার লক্ষ্য ইরানের ওপর চাপ প্রয়োগ এবং রাজনৈতিক আস্থা নষ্ট করা।

 

(রুবি/এনাম/শিশির)