সঠিকভাবে দায়িত্ব পালনে দোয়া চাইলেন সিইসি
2022-07-24 18:41:11

ঢাকা, জুলাই ২৪ :সঠিকভাবে নির্বাচন কমিশনের (ইসি) দায়িত্ব পালন করতে পারার জন্য দোয়া চেয়েছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রোববার বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে সংলাপে সমাপনী বক্তব্যে এই দোয়া চান সাংবিধানিক প্রতিষ্ঠানটির প্রধান।

হাবিবুল আউয়াল বলেন, ‘অনেক সীমাবদ্ধতা আছে। সব অংশীজনের প্রতিশ্রুতি থাকতে হবে, কমিটমেন্ট থাকতে হবে যে তারা নির্বাচনকে সহযোগিতাপূর্ণভাবে অনুষ্ঠানের সুযোগ করে দেবে।’

নির্বাচনকালীন সরকারের ভূমিকা অতিশয় গুরুত্বপূর্ণ হবে বলে মনে করেন হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘কেউ বলছে নির্বাচনকালীন সরকার, কেউ তত্ত্বাবধায়ক সরকার, যদিও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।’

নির্বাচনের সময় যে সরকার থাকবে, সেই সরকার নির্বাচন কমিশনকে সহায়তা করবে এবং সেটি সরকারের সাংবিধানিক ও সংবিধিবদ্ধ দায়িত্ব হবে বলে জানান সিইসি। কমিশন তার দায়িত্ব ও ক্ষমতা সংবিধান, আইন ও বিধির আলোকে প্রয়োগ করবে বলেও মন্তব্য করেন তিনি।

মিম/ শান্তা