চীনা মহাকাশ স্টেশনের সুপেয় পানির উত্স কী?
2022-07-23 17:13:13


 

জুলাই ২৩: অতি-নিম্ন তাপমাত্রা, শক্তিশালী বিকিরণ এবং উচ্চ শূন্যতার মহাকাশ পরিবেশেও চীনা মহাকাশচারীরা পৃথিবীর মতো জীবনযাপন করতে পারছেন। কারণ সম্প্রতি স্পেস স্টেশনে চালু হয়েছে কার্বন-ডাই-অক্সাইড পরমাণু হ্রাসকরণ ব্যবস্থা। এর মাধ্যমে পানি তৈরি করা যায়। ফলে মহাকাশ স্টেশনে প্রতিদিন অতিরিক্ত এক কেজি পানি পুনর্ব্যবহার করা যায়। ঘাম ও প্রস্রাবও আবার সুপেয় পানিতে পরিণত করা হয়। (শিশির/এনাম/রুবি)