প্রাকৃতিক গ্যাসের সরবরাহ বৃদ্ধির জন্য হাঙ্গেরির অনুরোধ বিবেচনা করবে রাশিয়া
2022-07-22 19:05:51


জুলাই ২২: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ গতকাল (বৃহস্পতিবার) মস্কোয় বলেন, হাঙ্গেরির সরকার তাঁর দেশের কাছে অতিরিক্ত প্রাকৃতিক গ্যাস সরবরাহের অনুরোধ জানিয়েছে, যা বিবেচনা করা হবে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুসারে, লাভরভ এ দিন হাঙ্গেরির সফররত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মস্কোয় আলোচনা করেন। তাঁরা জ্বালানি ও পরিবহন খাতে বড় ধরনের সহযোগিতা-প্রকল্প বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেন।

আলোচনার পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁর দেশ অতিরিক্ত ৭০ কোটি ঘনমিটার প্রাকৃতিক গ্যাস কেনার সিদ্ধান্ত নিয়েছে, যা রাশিয়ার সাহায্য ছাড়া সম্ভব না। হাঙ্গেরি যত তাড়াতাড়ি সম্ভব রাশিয়ার সাথে এ নিয়ে আলোচনা শেষ করতে চায়।

এ সময় লাভরভ বলেন, হাঙ্গেরিতে প্রাকৃতিক গ্যাস রফতানির জন্য রাশিয়ার দীর্ঘমেয়াদী চুক্তির সম্পূর্ণ বাস্তবায়ন দুই দেশের স্বার্থেই জরুরি। (ওয়াং হাইমান/আলিম/ইয়াং)