সংশ্লিষ্ট প্রকল্পের আওতায় চীনের দক্ষিণ থেকে উত্তরে পানি এসেছে ৫০০০ কোটি ঘনমিটার
2022-07-22 19:03:30


জুলাই ২২: ‘দক্ষিণ চীনের পানি উত্তর চীনে আনা’ শীর্ষক প্রকল্পের আওতায়, আজ (শুক্রবার) পর্যন্ত, দেশের দক্ষিণ থেকে উত্তরে পানি পরিবাহিত হয়েছে ৫০০০ কোটি ঘনমিটার। এতে উপকৃত হয়েছে সাড়ে ৮ কোটি মানুষ।

প্রকল্পের উপ-মহাব্যবস্থাপক থিয়ান ইয়ুং সাংবাদিকদের জানান, প্রকল্পের প্রথম পর্যায় বাস্তবায়িত হওয়ার পর, বার্ষিক পরিবাহিত পানির পরিমাণ ২০০ কোটি ঘনমিটার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯০০ কোটি ঘনমিটারে।

তিনি বলেন, পানির গুণগত মান ও সংশ্লিষ্ট পানিসম্পদের নিরাপত্তা সুনিশ্চিত করায়, চীনের হুপেই প্রদেশের ‘শি ইয়ান’ শহরের ‘তা চিয়াং খৌ’ জলাধারসহ এতদঞ্চলে পানির সরবরাহ সবসময় স্থিতিশীল আছে। এতে স্থানীয় অধিবাসীদের পানির চাহিদা মিটছে।  (ওয়াং হাইমান/আলিম/ইয়াং)