ইউরোপে মহামারীর নতুন ঢেউ দেখা দিয়েছে: বিশেষজ্ঞদের অভিমত
2022-07-21 17:34:34

জুলাই ২১: ইউরোপীয় দেশগুলোতে সামাজিক বিধিনিষেধ শিথিল করা এবং পরিবর্তিত নতুন করোনাভাইরাস ওমিক্রন স্ট্রেনের নতুন উপ-প্রকার বিএ.৪ ও বিএ.৫ ছড়িয়ে পড়ার কারণে, ইউরোপে সম্প্রতি নতুন করে ভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। ইউরোপের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্রের বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে, ইউরোপ ইতোমধ্যে মহামারীর নতুন ঢেউয়ের কবলে পড়েছে।

২০শে জুলাই সুইডিশ টিভি ইউরোপ রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণকেন্দ্রের একজন সিনিয়র বিশেষজ্ঞ অ্যাগোরিকা বাকা’র উদ্ধৃতি দিয়ে জানায়, আগামী কয়েক সপ্তাহে হাসপাতালে ভর্তির সংখ্যা এবং মৃত্যুর হার আরও বেড়ে যাবে। বর্তমানে ইউরোপে নতুন করে আক্রান্তদের ৮০ শতাংশই বিএ.৪ ও বিএ.৫-এর শিকার।

বাকা বলেছেন, ভাইরাসের বিস্তার কমাতে ইউরোপকে মাস্ক পরা ও বড় সমাবেশ এড়িয়ে চলার মতো মহামারী-বিরোধী পদক্ষেপসমূহ পুনরায় চালু করতে হতে পারে।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় আঞ্চলিক অফিসের পরিচালক ক্লুজ গত ১৯শে জুলাই এক বিবৃতিতে বলেন, গত ছয় সপ্তাহে ইউরোপীয় অঞ্চলে নতুন আক্রান্তের সংখ্যা দ্বিগুণ বেড়েছে। গত সপ্তাহে প্রায় ৩০ লাখ নতুন রোগী শনাক্ত হয়েছে, যা সারা বিশ্বে আক্রান্তের প্রায় অর্ধেক। বয়স্কদের মধ্যে সংক্রমণের হার বেড়ে যাওয়ায়, ইউরোপে প্রতি সপ্তাহে ৩ হাজার মানুষ করোনাভাইরাসের কারণে মারা যাচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন। (ইয়াং/আলিম/হাইমান)