বিশ্ব যুব উন্নয়ন ফোরামে সি চিন পিংয়ের শুভেচ্ছাবার্তা
2022-07-21 17:36:32

জুলাই ২১: আজ (বৃহস্পিতবার) চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বিশ্ব যুব উন্নয়ন ফোরামের সাফল্য কামনা করে একটি শুভেচ্ছাবার্তা পাঠান। চীনের ইয়ুথ ফেডারেশনের উদ্যোগে বিশ্ব যুব উন্নয়ন ফোরাম এ দিন বেইজিংয়ে শুরু হয়। এবারের ফোরামের মূল প্রতিপাদ্য হচ্ছে: যুবসমাজের  উন্নয়ন ও একটি অভিন্ন ভবিষ্যৎগঠন।

বার্তায় সি চিন পিং বলেন, যুব প্রতিনিধিরা আশার প্রতিনিধি এবং তাঁরা ভবিষ্যতের কারিগর। চীন সর্বদা যুবসমাজকে সামাজিক উন্নয়নের জন্য একটি জীবন্ত শক্তি হিসাবে বিবেচনা করে। তিনি আশা করেন, বিশ্ব যুব উন্নয়ন ফোরাম বিশ্বব্যাপী উন্নয়নে অবদান রাখবে এবং বিশ্বব্যাপী যুব সমাজের উন্নয়নের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠবে।

সি চিন পিং জোর দিয়ে বলেন, সকল দেশের তরুণ-তরুণীদের উচিত মানবজাতির শান্তি, উন্নয়ন, ন্যায্যতা, ন্যায়বিচার, গণতন্ত্র, স্বাধীনতার মূল্যবোধ ধারণ করা এবং জাতিসংঘের ‘এজেন্ডা ২০৩০’ বাস্তবায়নে কাজ করে যাওয়া।  (ইয়াং/আলিম/হাইমান)