ফিনল্যাণ্ডের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওয়াং ই-র ফোনালাপ অনুষ্ঠিত
2022-07-20 17:44:36


জুলাই ২০: গতকাল (মঙ্গলবার) চীনা রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ফিনল্যাণ্ডের পররাষ্ট্রমন্ত্রী এক ফোনালাপে মিলিত হন।

ফোনালাপে ফিনিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের যৌথ অর্থনৈতিক ও বাণিজ্যিক কমিটির কাজ ফলপ্রসূ হয়েছে এবং ফিনিশ ব্যবসায়ী সম্প্রদায় চীনের সাথে ব্যবসা সম্প্রসারণের জন্য একটি ‘চীনা কার্যালয়’ স্থাপন করেছে।

তিনি বলেন, ফিনল্যান্ড ‘এক-চীন নীতি’ অনুসরণ করে আসছে। তাঁর দেশ চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক  সহযোগিতা সম্প্রসারণ করতে, দু’দেশের মধ্যে ফ্লাইট বাড়াতে,  এবং ব্যবসা ও মানবসম্পদ খাতে বিনিময় বৃদ্ধিতে ইচ্ছুক।

ফিনিশ মন্ত্রী আরও বলেন, অর্থনৈতিক পুনরুদ্ধার ও পরিবেশ সুরক্ষার মতো বৈশ্বিক সমস্যাগুলোর সমাধানে চীন অপরিহার্য ভূমিকা পালন করে আসছে৷ তাঁর দেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং সবুজ রূপান্তরের ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।

ফোনালাপে ওয়াং ই বলেন, চীন-ফিনল্যান্ড সম্পর্ক দিন দিন উন্নত হচ্ছে। দু’দেশ সাম্য ও পারস্পরিক কল্যাণের ভিত্তিতে সহযোগিতা করে আসছে। চীন-ইউরোপ মালবাহী রেলপথের  চীন-ফিনল্যান্ড লাইনের কাজ এগিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। (ওয়াং হাইমান/আলিম/ইয়াং)