যুক্তরাষ্ট্র সিনচিয়াং সম্পর্কে মিথ্যাচার অব্যাহত রেখেছে: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
2022-07-18 17:18:01

জুলাই ১৮: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (সোমবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, সিনচিয়াং নিয়ে যুক্তরাষ্ট্রের মিথ্যাচার ও গুজব ছড়ানো অব্যাহত রয়েছে।

মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র কোনো কারণ ছাড়াই, চীন সরকারের সিনচিয়াংনীতিকে ভয়যঙ্করভাবে আক্রমণ করে যাচ্ছে এবং এটা করতে গিয়ে স্পষ্টভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।

ওয়াং ওয়েন পিন বলেন, মার্কিন সরকার মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে, সিনচিয়াংয়ে তথাকথিত ‘গণহত্যা’, ‘বলপূর্বক শ্রম আদায়’, ও ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’-এর অভিযোগ তোলা অব্যাহত রেখেছে। এটা চীনের বিরুদ্ধে নোংরা অপপ্রচার ছাড়া আর কিছুই নয়।  

মুখপাত্র জোর দিয়ে বলেন, মার্কিন সরকার যদি সত্যিই গণহত্যা নিয়ে চিন্তা করে, তবে তার উচিত যুক্তরাষ্ট্রে ইন্ডিয়ানদের বিরুদ্ধে পরিচালিত গণহত্যার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা; মার্কিন সরকার যদি সত্যিই জোরপূর্বক শ্রম নিয়ে উদ্বিগ্ন হয়ে থাকে, তবে তার উচিত যুক্তরাষ্ট্রে জোরপূর্বক শ্রম বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা।

চীনা মুখপাত্র অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রে কমপক্ষে ৫ লাখ লোক বর্তমানে দাসত্ব করছে এবং প্রায় এক লাখ লোক প্রতিবছর জোরপূর্বক শ্রম দিতে বিভিন্ন দেশ থেকে পাচার হয়ে যুক্তরাষ্ট্রে আসছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সরকার গত ১৪ই জুলাই পার্লামেন্টের সামনে উপস্থাপিত এক প্রতিবেদেনে আবারও চীনের বিরুদ্ধে সিনচিয়াং-এ তথাকথিত ‘গণহত্যা’, ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’, এবং ‘বলপূর্বক শ্রম আদায়ের’ অভিযোগ তোলে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)