বৈশ্বিক কৃষি সাংস্কৃতিক ঐতিহ্য সম্মেলনে সি চিন পিংয়ের শুভেচ্ছা-বার্তা
2022-07-18 17:34:58

জুলাই ১৮: আজ (সোমবার) চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বৈশ্বিক কৃষি সাংস্কৃতিক ঐতিহ্য সম্মেলনের সাফল্য কামনা করে একটি শুভেচ্ছা-বার্তা পাঠান।

বার্তায় সি চিন পিং বলেন, মানবজাতি ইতোমধ্যেই একটি দুর্দান্ত কৃষি-সভ্যতা গড়ে তুলেছে এবং কৃষি সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করা মানবজাতির অভিন্ন দায়িত্ব। চীন এ সম্মেলনের সাফল্য কামনা করে।

তিনি বলেন, চীন আন্তর্জাতিক সমাজের সাথে যৌথভাবে কৃষি সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করতে এবং এর অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশগত, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত মূল্য বাড়াতে করতে কাজ করে যাবে।

উল্লেখ্য, বৈশ্বিক কৃষি সাংস্কৃতিক ঐতিহ্য সম্মেলন চীনের চেচিয়াং প্রদেশের ছিংথিয়ান জেলায় উদ্বোধন হয়েছে। এর মূল প্রতিপাদ্য হচ্ছে: ‘অভিন্ন কৃষি ঐতিহ্য সুরক্ষা এবং সার্বিকভাবে গ্রামীণ পুনরুজ্জীবন বাস্তবায়ন’। (ইয়াং/আলিম/ছাই)