ইউক্রেনের মালবাহী বিমান উত্তর গ্রিসে বিধ্বস্ত
2022-07-17 16:11:31

জুলাই ১৭: গত ১৬ই জুলাই উত্তর গ্রিসের শহর কাভালার কাছে একটি ইউক্রেনীয় মালবাহী বিমান বিধ্বস্ত হয়।  গ্রিসের গণমাধ্যম এ খবর দিয়েছে।

গ্রিসের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একটি সূত্রের বরাত দিয়ে গণমাধ্যম জানায়, আন-১২ নামক মালবাহী বিমানটি সার্বিয়া থেকে জর্ডানের উদ্দেশ্যে যাত্রা করেছিল। কাভালা শহরের কাছাকাছি এলে বিমানের ইঞ্জিনে সমস্যা দেখা দেয় এবং পাইলট জরুরি অবতরণের আবেদন জানায়। তবে, বিমানটি কাভালা বিমানবন্দরে পৌঁছানোর আগেই এর ইঞ্জিনে আগুন ধরে যায় ও সেটি কৃষিক্ষেতে বিধ্বস্ত হয়। স্থানীয় ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে উদ্ধারকর্মী পাঠায়।

সোশ্যাল মিডিয়ায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আর গ্রিসের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বিমানটিতে আট জন ক্রু ও ১২ টন পণ্য ছিল। (ইয়াং/আলিম/ছাই)