জেদ্দা নিরাপত্তা ও উন্নয়ন শীর্ষসম্মেলন তেমন একটা ফলপ্রসূ হয়নি: সংবাদভাষ্য
2022-07-17 17:46:47

জুলাই ১৭: সৌদি আরবের জেদ্দায় সম্প্রতি আয়োজিত ‘নিরাপত্তা ও উন্নয়ন শীর্ষসম্মেলন’ গতকাল (শনিবার) শেষ হয়েছে। উপসাগরীয় সহযোগিতা পরিষদের ছয়টি সদস্যদেশ এবং যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান ও ইরাকের নেতৃবৃন্দ এ সম্মেলনে অংশ নেন। জো বাইডেন প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মধ্যপ্রাচ্য সফর করেন ও সম্মেলনে অংশগ্রহণ করেন। তবে, সম্মেলন ও বাইডেনের সফর তেমন একটা ফলপ্রসূ হয়নি।

সৌদি আরবের যুবরাজ মুহাম্মাদ বিন সালমান সম্মেলনে বলেন, বর্তমান বিশ্বে কোভিড-১৯ ও ভূরাজনীতি গুরুতর চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। আন্তর্জাতিক সমাজের উচিত পারস্পরিক  সহযোগিতার মাধ্যমে বিশ্বের অর্থনীতি পুনরুদ্ধার করা এবং খাদ্যনিরাপত্তা ও নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

সম্মেলনের পর প্রকাশিত ঘোষণায় বলা হয়, অংশগ্রহীণকারী দেশগুলো আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে সকল হুমকি মোকাবিলা করার ব্যাপারে একমত হয়েছে। মিত্র দেশগুলো হুমকির মুখে পড়লে যুক্তরাষ্ট্র সহায়তা দেবে বলেও ঘোষণায় বলা হয়।  (ছাই/আলিম/স্বর্ণা)