আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে একে অপরের নভোচারী পাঠানোর ক্ষেত্রে রুশ-মার্কিন সমঝোতা
2022-07-16 19:13:11

জুলাই ১৬: মার্কিন নাসার সাথে রুশ মহাকাশ এজেন্সি রসকসমসের একটি সহযোগিতা-চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় দুই সংস্থা একে অপরের নভোচারী আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে বহন করে নিয়ে যাবে। রসকসমস গতকাল (শুক্রবার) এ তথ্য জানায়।

এজেন্সি জানায়, ১৪ই জুলাই নাসা-রসকসমস চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুসারে, সেপ্টেম্বরের শেষ দিকে রুশ সয়ুজ মহাকাশযানে করে অন্য দুই রুশ নভোচারীর সঙ্গে আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে যাবেন একজন মার্কিন নভোচারী। আর শরতে রুশ নারী নভোচারী আনা কিকিনা মার্কিন নভোচারীদের সাথে আমেরিকান মানববাহী মহাকাশযানে চড়ে আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে যাবেন। (ইয়াং/আলিম/ছাই)