বাংলাদেশের ২৭ জেলায় তাপপ্রবাহ
2022-07-15 18:03:12

ঢাকা, জুলাই ১৫: বাংলাদেশের ২৭ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। দেশজুড়ে অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। রোববার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে বলে এক পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্থানীয় গণমাধ্যমগুলোকে জানান, বর্তমানে ঢাকা, রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগে তাপপ্রবাহ কয়ে যাচ্ছে। বিশেষ করে ঢাকা, টাঙ্গাইল, রংপুর, দিনাজপুর, রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, চুয়াডাঙ্গায় তাপপ্রবাহের তীব্রতা বেশি।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ের দিকে দেশে বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে। এতে ভাপসা গরম কিছুটা কমে আসতে পারে।

সাজিদ/ আনন্দী