ভারত এবং বসনিয়া ও হার্জেগোভিনায় প্রথম মাঙ্কিপক্সের রোগী পাওয়া গেছে
2022-07-15 17:12:16

জুলাই ১৫: ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল (বৃহস্পতিবার) বলেছে যে, দক্ষিণাঞ্চলের কেরালা রাজ্যে সেদিন দেশের প্রথম মাঙ্কিপক্সের রোগী পাওয়া গেছে। বসনিয়া ও হার্জেগোভিনার ফেডারেল নিউজ এজেন্সি ১৩ জুলাই জানায়, দেশটিতে মাঙ্কিপক্সের প্রথম রোগী পাওয়া গেছে।

ভারতে পাওয়া রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার স্বাস্থ্য স্থিতিশীল রয়েছে এবং লক্ষণগুলো স্বাভাবিক আছে।  কেরালা রাজ্যে মাঙ্কিপক্সের মহামারী তদন্ত করা এবং প্রয়োজনীয় গণস্বাস্থ্য ব্যবস্থা চালু করার জন্য কেন্দ্রীয় সরকার জরুরি-ভিত্তিতে বেশ কয়েকজন বিশেষজ্ঞ নিয়ে গঠিত দল পাঠিয়েছে।

লিলি/তৌহিদ/শুয়ে