ঈদে সাড়ে পাঁচ লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহ
2022-07-13 18:35:17

ঢাকা, জুলাই ১৩: কোরবানি ঈদের তিন দিনে প্রায় পাঁচ লাখ ৫০ হাজার পিস কাঁচা চামড়া সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ট্যানার্স অ্যসোসিয়েশনের চেয়ারম্যান শাহীন আহমেদ। বুধবার সকালে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শাহীন আহমেদ এ তথ্য জানান।

শাহীন আহমেদ বলেন, চলতি বছর কোরবানির ঈদে প্রায় সাড়ে পাঁচলাখ কাঁচা চামড়া সরাসরি সংগ্রহ করেছেন ট্যানারি মালিকরা যা গত বছরের চেয়ে প্রায় দেড় লাখ পিস বেশি। গত বছর ট্যানারি মালিকরা প্রায় তিন লাখ পিস কাঁচা চামড়া কিনেছিলেন। আগামিকাল থেকে লবণযুক্ত চামড়া সংগ্রহ শুরু হবে এবং ৯০ থেকে ৯৫ লাখ পিস বকরির চামড়া সংগ্রহ করা সম্ভব হবে বলে জানান তিনি ।

চামড়া সংগ্রহের জন্য চলতি বছর ঈদের আগে সরকারের গৃহিত সিদ্ধান্তগুলো যুগোপযোগী হয়েছে এবং জেলা প্রশাসকদের সমন্বয়ে উপজেলা পর্যায়ে মনিটরিং সেল গঠন করার ভালো প্রভাব মাঠ পর্যায়ে দেখা গেছে বলে মন্তব্য করেন তিনি।

শান্তা/সাজিদ