নিরাপত্তা পরিষদে সিরিয়া আন্তঃসীমান্ত মানবিক উদ্ধার ক্ষমতা বাড়ানোর প্রস্তাব গৃহীত
2022-07-13 11:01:15

জুলাই ১৩: গতকাল (মঙ্গলবার) জাতিসংঘে চীনের স্থায়ী উপ-প্রতিনিধি দাই বিং নিরাপত্তা পরিষদে সিরিয়া আন্তঃসীমান্ত মানবিক উদ্ধার ক্ষমতা বাড়ানো-সংক্রান্ত প্রস্তাব গৃহীত হবার পর ব্যাখ্যামূলক ভাষণে বলেন, চীন নিরাপত্তা পরিষদের প্রস্তাবটিকে স্বাগত জানায়।

 

তিনি বলেন, আয়ারল্যান্ড, নরওয়ে, রাশিয়া এবং অন্যান্য সদস্যদের গত কয়েক দিনের ঘনিষ্ঠ যোগাযোগ ও চূড়ান্ত ফলাফল অর্জন করার জন্য ইতিবাচক চেষ্টা চালানোর জন্য ধন্যবাদ জানায় চীন।  বাস্তবতা প্রমাণ করেছে যে, নিরাপত্তা পরিষদের সদস্যদের মধ্যে সংশ্লিষ্ট সমস্যা নিয়ে মতভেদ থাকা খুবই স্বাভাবিক। কিন্তু পুরোপুরি রাজনৈতিক মনোভাব থাকলে ধৈর্য সংলাপে অবিচল থাকে, পারস্পরিক উদ্বেগ বিবেচনা করে, সমস্যা সমাধানের কার্যকর পদ্ধতি খুঁজে বের করা যায়। আর গুরুতর মতভেদ থাকা অবস্থায় ভোট নিলে দ্বন্দ্ব ও মতভেদ তীব্র হয়। এসময় নিরাপত্তা পরিষদের ঐক্য রক্ষা এবং কার্যকরভাবে দায়িত্ব পালন নিশ্চিত হয় না।

 

(প্রেমা/এনাম/রুবি)