ঈদের ছুটি শেষে খুলেছে অফিস, কর্মকর্তাদের শুভেচ্ছা বিনিময়
2022-07-12 19:26:17

ঢাকা, জুলাই ১২: ঈদুল আজহার ছুটি শেষে খুলেছে বাংলাদেশের সরকারি-বেসরকারি অফিস। গেল জুলাই থেকে ঈদের ছুটি শুরু হয়, যা শেষ হয় ১১ জুলাই।

মঙ্গলবার থেকে শুরু হয়েছে অফিস, ব্যাংক, বীমা শেয়ারবাজার। তবে বেশিরভাগ মন্ত্রণালয় বিভাগেই শূন্যতা বিরাজ করছে। বেশির ভাগ কর্মকর্তা-কর্মচারীই অফিস করছেন না। মন্ত্রণালয়গুলোর জরুরি সেবা সংশ্লিষ্ট দু-একটি শাখা খোলা রয়েছে। যারা এসেছেন তারা ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন। সচিবালয় জুড়ে অনেকটা ঈদের আমেজ বিরাজ করছে।

স্থানীয় সরকার বিভাগের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, অধিকাংশ কর্মকর্তা ছুটিতে আছেন। আগামী রবিবার থেকে অফিসে কর্মতৎপরতা বাড়বে। ঈদের ছুটির সাথে অনেকে বাড়তি ছুটি নেওয়ায় অফিস সেভাবে জমে ওঠেনি।

রোববার সারাদেশে উদযাপিত হয়েছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।

অভি/শান্তা