২০ জুলাই নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবে শ্রীলংকা
2022-07-12 15:13:58

জুলাই ১২: গতকাল (সোমবার) শ্রীলংকার সংসদের স্পিকার মাহিন্দা আবেবর্দেনা জানান, ২০ জুলাই সংসদে ভোটের মাধ্যমে দেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

এক বিবৃতিতে তিনি জানান, শ্রীলংকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫ জুলাই সংসদের অধিবেশন আয়োজন করা হবে এবং ১৯ জুলাই প্রেসিডেন্ট পদপ্রার্থী মনোনয়ন করা হবে। এরপর ২০ জুলাই নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হবে।

 

শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সে ১৩ জুলাই পদত্যাগ করবেন এবং প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা গেছে, বিভিন্ন রাজনৈতিক পার্টি নতুন সরকার গঠনে- প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেও পদত্যাগ করবেন।

 

উল্লেখ্য, গত ৯ জুলাই রাজধানী কলম্বোতে দেশের আর্থিক ও জ্বালানি সম্পদ সংকটের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। অধিকাংশ রাজনৈতিক দলের নেতারা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার দাবি জানিয়েছেন।

(সুবর্ণা/তৌহিদ)