পশু কোরবানি চলছে ঈদের দ্বিতীয় দিনেও
2022-07-11 16:58:43

ঢাকা, জুলাই ১১: ঈদুল আজহার দ্বিতীয় দিনেও বাংলাদেশের অনেক জায়গায় চলছে পশু কোরবানি।

সোমবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকার পাড়া-মহল্লা ও প্রধান সড়কে পশু কোরবানি দিতে দেখা গেছে। ঈদের দিনের মতোই উৎসবমুখর পরিবেশে পশু কোরবানি করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

দ্বিতীয় দিন পশু কোরবানি করার কারণ হিসেবে প্রথম দিন কশাই না পাওয়ার কথা বলছেন নাগরিকরা। ইসলামের বিধান অনুযায়ী, ঈদের দিন ছাড়াও আরো দুদিন পর্যন্ত কোরবানি করার সুযোগ রয়েছে। এই বিধানের আলোকে দ্বিতীয় দিন অনেকে পশু কোরবানি করছেন।

ত্যাগের মহিমা এবং মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কেউ একাধিক কোরবানি দিচ্ছেন। আবার কেউ পারিবারিক ঐতিহ্য রক্ষায়, কেউ আবার ব্যবসা ও কাজের চাপ এবং কসাইয়ের অভাবে ঈদের দিন পশু জবাই দিতে পারেননি, তারাই দ্বিতীয় দিনে কোরবানি দিচ্ছেন।

অভি/তানজিদ