মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা এবং বাণিজ্যিক প্রতিনিধি নভেল করোনাভাইরাসে আক্রান্ত
2022-07-11 18:40:35

জুলাই ১১: যুক্তরাষ্ট্রের সিনেটের নেতা চক শুমার এবং বাণিজ্যিক প্রতিনিধি ক্যাথরিন তাই গতকাল (রোববার) আলাদাভাবে ঘোষণা করেন যে- তিনি নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুমারের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, শুমারের হালকা উপসর্গ রয়েছে এবং মহামারী প্রতিরোধের নির্দেশনা অনুসারে তিনি কোয়ারেন্টিন থাকবেন। এর আগে তিনি কোভিড-১৯ টিকা এবং বুস্টার ডোজ নিয়েছেন।

 

অনেক মার্কিন রাজনীতিবিদ এবং সংসদ সদস্য এর আগে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এর মধ্যে রয়েছে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট হ্যারিস, সংসদের প্রতিনিধি পরিষদের স্পিকার প্যালোসি এবং পররাষ্ট্রমন্ত্রী আন্টনি ব্লিনকেন প্রমুখ।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)