যুক্তরাষ্ট্র মনোযোগ দিয়ে চীনের তালিকা বিবেচনা করবে বলে আশা করেন মুখপাত্র
2022-07-11 18:52:06

জুলাই ১১: আজ (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ওয়াং ই’র বৈঠকে যুক্তরাষ্ট্রকে ৪টি তালিকা দিয়েছে চীন। এতে চীনের প্রতি যুক্তরাষ্ট্রের ভুল নীতি সংশোধনের বিষয়ও আছে।

 

মুখপাত্র বলেন, সংশ্লিষ্ট তালিকায় যুক্তরাষ্ট্রকে দমনমূলক অভিযান বন্ধ করা, চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বন্ধ করা এবং চীনের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ ক্ষতিগ্রস্ত করার বিষয়ে চীনের দৃঢ় অবস্থান আবারও প্রমাণিত হয়। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সম্মান ও কল্যাণের ভিত্তিতে বাস্তব সহযোগিতা চালানোর গঠনমূলক দৃষ্টিভঙ্গিও প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্র মনোযোগ দিয়ে চীনের তালিকা বিবেচনা করবে এবং বাস্তব পদক্ষেপের মাধ্যমে প্রেসিডেন্ট বাইডেন ও মার্কিন সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বলে আশা করেন মুখপাত্র।

লিলি/তৌহিদ/শুয়ে