৫ জেলায় মৃদু তাপপ্রবাহ, কোথাও কোথাও স্বস্তির বৃষ্টি
2022-07-11 16:45:03

ঢাকা, জুলাই ১১: বাংলাদেশের পাঁচটি জেলা রাজশাহী, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড় ও মৌলভীবাজারের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। তবে দেশের অন্য এলাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। সোমবার সকালে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এ অবস্থায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় এবং রংপুর, রাজশাহী বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এদিকে উত্তরবঙ্গের ৪ জেলাসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অভি/ সাজিদ