বাংলাদেশের বিভিন্ন স্থানে ইদ-জামাত অনুষ্ঠিত
2022-07-10 19:06:36

ঢাকা, জুলাই ১০: বাংলাদেশে করোনা মহামারির কারণে গত কয়েকটি ইদের আনন্দ ছিল একেবারেই ফিকে।

তবে করোনা পরিস্থিতি তুলনামূলক ভালো থাকায় রোববার রাজধানীর জাতীয় ইদগাহ ও দেশের বিভিন্ন স্থানে ইদগাহে অনন্দঘন পরিবেশে মানুষ ইদের নামাজে অংশ নিয়েছে।

রাজধানী ঢাকায় জাতীয় ইদগাহ ময়দানে ইদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় ইদুল আজহার প্রথম জামাত শুরু হয়। জামাতে অংশ নেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ বিভিন্ন শ্রেনিপেশা ও বয়সের প্রায় লাখো মুসল্লি।

এদিকে, জাতীয় মসজিদ বায়তুল ইদের পাঁচটি জামাত হয়। প্রথম জামাত সকাল ৭টা, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টা, পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়।

এ ছাড়াও, দেশের দিনাজপুর গোর-এ শহীদ ময়দান ও কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের দুটি বড় ইদ জামাত। গোর-এ শহীদ ময়দানে ৩ লাখ এবং শোলাকিয়া এক লাখের বেশি মুসল্লি ইদের নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

রাইয়ান/হাশিম