শিডিউল বিপর্যয়ে ঈদের ট্রেন
2022-07-09 18:10:06

ঢাকা, জুলাই ৯: পবিত্র ঈদুল আজহার আগের দিন শিডিউল বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার নির্ধারিত সময়ের প্রায় ১২ ঘণ্টা পর ছাড়ে পঞ্চগড় এক্সপ্রেস। শুক্রবার রাত ১০.৪৫ মিনিটের এই ট্রেন ছাড়ে শনিবার সকাল ১০.৪৫ মিনিটে। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা।

সরেজমিন দেখা যায়, নির্ধারিত সময়ে ট্রেন না ছাড়ার কারণে প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন যাত্রীরা। এদিকে যেসব ট্রেন ছেড়ে গেছে সেসবেও হুমড়ি খেয়ে পড়েছে যাত্রীরা। কোথাও তিল ধারনের ঠাঁই নেই।

ধূমকেতু এক্সপ্রেস ট্রেনও ২ ঘণ্টা দেরিতে ছাড়ে। সকাল ৬টায় ছাড়ার কথা থাকলেও ছেড়ে যায় সকাল ৮টায়। সকাল ৬টা ৪০ মিনিটের নীলসাগর এক্সপ্রেস ট্রেন ছাড়ে দুপুর ৩টায়। রংপুর এক্সপ্রেস সকাল ৯টা ১০ মিনিটে ছাড়ার কথা ছিল, সেটা ছেড়েছে সকাল ১১টায়।

দিনের আরো যেসব ট্রেন আছে সেগুলোও ছাড়তে দেরি হবে বলে জানান যাত্রীরা। সুন্দরবন এক্সপ্রেস, একতা এক্সপ্রেস ট্রেনের যাত্রীরাও দেরির কারণে ভোগান্তির কথা জানিয়েছেন।

সাজিদ/রহমান