ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারী বৃষ্টিপাতে মারা গেছে অন্তত ১০জন
2022-07-09 16:26:44

জুলাই ৯: গতকাল (শুক্রবার) ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে অন্তত ১০জন মারা গেছে।

স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের জনৈক কর্মকর্তা বলেন, শুক্রবার বিকেলে সাড়ে ৫টায় ওই অঞ্চলের অমরনাথ গুহার কাছে ভারী বৃষ্টির কারণে পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যা দেখা দেয়। ফলে কিছু তীর্থযাত্রীর তাঁবু ও রান্নাঘর ভেসে যায়। সর্বশেষ খবর পর্যন্ত এতে অন্তত ১০জন মারা গেছে। এখন উদ্ধার অভিযান চলছে।

 

অমরনাথ গুহা ৩৮৮৮ মিটার উচ্চতায় একটি পাহাড়ে অবস্থিত, হিন্দু ধর্মের এই পবিত্র স্থানে বার্ষিক তীর্থযাত্রা গত সপ্তাহে শুরু হয়েছে। বিপুল সংখ্যক তীর্থযাত্রী সেখানে যাচ্ছে।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)