মার্কিন কংগ্রেসম্যানের তাইওয়ান সফরে উত্তেজনা বেড়েছে: চীনা মুখপাত্র
2022-07-08 16:05:31

জুলাই ৮: চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ ছিয়ান আজ (শুক্রবার) সম্প্রতি মার্কিন কংগ্রেসম্যানের তাইওয়ান সফর নিয়ে কথা বলেছেন।

 

তিনি বলেন, মার্কিন কংগ্রেসম্যান যা করেছেন, তা একচীন নীতি ও চীন-মার্কিন তিনটি যৌথ ইস্তাহারের গুরুতর লঙ্ঘন এবং চীন-মার্কিন সম্পর্কের রাজনৈতিক ভিত্তি  ও চীন মার্কিন বাহিনীর সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে। পাশাপাশি, তাইওয়ান প্রণালীর দুপাশে উত্তেজনা বৃদ্ধি করেছে। চীন এর তীব্র বিরোধিতা করে।

 

উ ছিয়ান বলেন, যুক্তরাষ্ট্র ও তাইওয়ান যোগসাজশে করা প্ররোচনামূলক তত্পরতার জবাবে চীনা গণমুক্তি ফৌজ সম্প্রতি তাইওয়ানের চারপাশের সমুদ্র এবং আকাশসীমায় যৌথ যুদ্ধ প্রস্তুতি টহল এবং মহড়া করেছে। তাইওয়ান ইস্যু চীনের অভ্যন্তরীণ ব্যাপার এবং চীনের একীকরণ নিশ্চয়ই বাস্তবায়ন হবে। বাহ্যিক শক্তির হস্তক্ষেপ কখনও সফল হবে না। চীনা গণমুক্তি ফৌজ সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত এবং যে কোন সময় যুদ্ধ করতে পারে। দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেবে চীন। (শিশির/এনাম/রুবি)