বর্ণবাদ আমেরিকার গণতন্ত্রের জন্য একটি হুমকি
2022-07-07 16:09:09

জুলাই ৭: সম্প্রতি আফ্রিকান আমেরিকান যুবক গারল্যান্ড ওয়াকার আটজন পুলিশের ৯০টির বেশি গুলিতে নিহত হয়েছে। সংখ্যালঘু জাতির বিরুদ্ধে মার্কিন পুলিশের হিংসাত্মক আইন প্রয়োগের আরেকটি প্রমাণ এটি।

 

পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সাল থেকে মার্কিন পুলিশের আইন প্রয়োগে ২,৫০০ জন নিহত হয়েছে এবং এর মধ্যে ২২ শতাংশ আফ্রিকান আমেরিকান। তবে, মার্কিন লোকসংখ্যায় তাদের অনুমাত মাত্র ১৩.২ শতাংশ।

 

জাতিসংঘ আন্তর্জাতিক জাতিগত বৈষম্য নির্মূল কনভেনশনে স্বাক্ষরকারী হিসেবে যুক্তরাষ্ট্র পদ্ধিগত বৈষম্য নির্মূলে কোন কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। ফলে সেদেশের বর্ণবাদ গণতন্ত্র, স্থিতিশীলতা ও শান্তির মূল্যবোধের জন্য বৃহত্তম হুমকি সৃষ্টি করেছে। (শিশির/এনাম/রুবি)