বাজারের প্রাণশক্তি চাঙ্গা করার নির্দেশনা দিলেন লি খ্য ছিয়াং
2022-07-07 16:19:46

জুলাই ৭: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং গতকাল (বুধবার) রাষ্ট্রীয় পরিষদের স্থানীয় অধিবেশনে সভাপতিত্ব করেন। তাতে চীনের কেন্দ্রীয় বাজেট কার্যকর ও অন্য আর্থিক আয়-ব্যয় নিরীক্ষা-সম্পর্কিত সমস্যা সমাধান এবং বাজারের প্রতিষ্ঠানগুলোর প্রাণশক্তি চাঙ্গার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

 

অধিবেশনে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিভাগ ২০২১ সালে কেন্দ্রীয় বাজেট কার্যকর ও অন্য আর্থিক আয়-ব্যয়, রাষ্ট্রায়ত্ত সম্পদ প্রশাসন এবং গুরুত্বপূর্ণ নীতিমালা বাস্তবায়নসহ নানা বিষয়ে নিরীক্ষা করে ফলাফল প্রকাশ করেছে। তাই সে সমস্যা সমাধানের জন্য বেশ কয়েকটি কাজ করতে হবে।

 

আর তা হলো: প্রথমত: নিরীক্ষার পর বের করা সমস্যার তালিকা তৈরি করতে হবে এবং সংশ্লিষ্ট বিভাগ ও প্রতিষ্ঠানকে জানাতে হবে। তাদের শিগগিরই সুবিন্যাস ও সংশোধনের জন্য তাগিদ দিতে হবে। দ্বিতীয়ত: গুরুতর মন্দ সমস্যা সমাধানের সময় আইনানুগভাবে শাস্তি আরোপ করতে হবে। তৃতীয়ত: সাধারণ সমস্যা এবং বার বার একই সমস্যা হওয়ার কারণ নিয়ে তদন্ত করতে হবে এবং নীতিমালা সুবিন্যস্ত করতে হবে।  চতুর্থত: কর কমানো ও ফেরতসহ নানা নীতি কার্যকর নিশ্চিত করতে হবে। পঞ্চমত: সরকারকে সংকুচনের দিন কাটতে হবে, যাতে কর্মসংস্থান ও গণজীবিকা রক্ষার ক্ষেত্রে আরও বেশি অর্থবরাদ্দ করা যেতে পারে।

 

 (রুবি/এনাম/শিশির)