‘বাংলাদেশে এসএসসি পরীক্ষা আগস্টে’
2022-07-06 19:51:01

ঢাকা, জুলাই ৬: বাংলাদেশে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কাছে বই পৌছে দেওয়ার ২সপ্তাহ পর মাধ্যমিক ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার সচিবালয়ে এক প্রেস ব্রিফ্রিংয়ে এ কথা বলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। 

শিক্ষামন্ত্রী বলেন, প্রয়োজনে নতুন বই ছাপিয়ে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। এ পর্যন্ত কতজন শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে, তার একটি তালিকা করা হচ্ছে। তবে পরীক্ষার কবে হবে, সে দিন–তারিখ এখনো ঠিক করা হয়নি।    

বন্যার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী আগস্টে নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। ঈদের পর আবারও পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারিখ চূড়ান্ত করা হবে। বন্যার কারণে এসএসসি পরীক্ষা পিছিয়ে যাওয়ায় আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষাও পিছিয়ে অক্টোবরে শুরুর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ছিল আগস্টে। 

এর আগে গেল রোববার শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সংগঠন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির সভায় প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।