বাংলাদেশে লোড-শেডিং: সবার সহযোগিতা চাইলেন শেখ হাসিনা
2022-07-06 19:52:13

ঢাকা, জুলাই ৬: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যপী জ্বালানির মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে সীমিত পরিসরে বিদ্যুৎ উৎপাদন করে সরকারকে লোড-শেডিং দিতে হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ব্যাপারে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি ।

চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় -চুয়েট ক্যাম্পাসে এক অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। 

প্রধানমন্ত্রী দেশবাসীকে তাদের সামর্থ্য অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানানোর পাশাপাশি এলাকাভিত্তিক নির্দিষ্ট সময়ভিত্তিক লোড-শেডিংয়ের জন্য একটি রুটিন তৈরি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

তিনি বলেন, ‘কোন এলাকায় কত সময় লোড-শেডিং দেওয়া হবে তার একটি রুটিন তৈরি করুন। কারণ, জনগণ যেন সেজন্য প্রস্তুত হতে পারে এবং তাদের দুর্ভোগ কমানো যায়।‘

তাঁর সরকার বর্তমানে বিদ্যুৎ খাতে মোট ২৮ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু রাখার জন্য গ্যাসের চাহিদা মেটাতে এলএনজি আমদানিতে ২৫ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে।’

হাশিম/সাজিদ