তাইওয়ান কর্তৃপক্ষ যেচে আন্তর্জাতিক সমাজের উপেক্ষার পাত্র হচ্ছে: চীনা মুখপাত্র
2022-07-05 10:33:29

জুলাই ৫: তাইওয়ান কর্তৃপক্ষ আবারও জাতিসংঘ সমুদ্র সম্মেলনে “অংশ নেওয়া”র চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এটা যেচে আন্তর্জাতিক সমাজের কাছে উপেক্ষার পাত্র হবার সামিল। গতকাল (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বেইজিংয়ে এক নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

মুখপাত্র বলেন, বিশ্বে শুধুমাত্র একটি চীন আছে। তাইওয়ান সেই চীনের একটি অবিচ্ছেদ্য অংশ। আর ‘একচীন নীতি’ আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক বিধি। এ ব্যাপারে আন্তর্জাতিক সমাজে সাধারণ মতৈক্য সৃষ্টি হয়েছে। ‘একচীন নীতি’ অনুযায়ী, তাইওয়ান স্বাধীনভাবে জাতিসংঘ এবং এর বিশেষ সংস্থা ও শুধু সার্বভৌম দেশগুলোর অংশগ্রহণে সৃষ্ট আন্তর্জাতিক সংস্থায় যোগ দিতে পারে না। (প্রেমা/আলিম/ছাই)