নতুন গবেষণা: বিশ্বব্যাপী বেড়েছে ‘আগুন দুর্যোগ আবহাওয়া’
2022-07-04 16:00:29


জুলাই ৪: অস্ট্রেলিয়ার একটি গবেষণা সংস্থা সম্প্রতি তাদের একটি গবেষণার ফলাফল প্রকাশ করেছে। তাতে বলা হয়, দীর্ঘমেয়াদী আবহাওয়া পরিবর্তনের কারণে ১৯৭৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়ে অস্ট্রেলিয়াসহ সারা বিশ্বে ‘আগুন দুর্যোগ আবহাওয়া’ সংঘটনের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। 


‘আগুন দুর্যোগ আবহাওয়া’ হচ্ছে যে নির্দিষ্ট একটি অবস্থায় বনাঞ্চলে আগুন দুর্যোগ সহজে দেখা দেয় এবং সম্প্রসারিত হয়। 


গবেষণায় দেখা যায়, ১৯৭৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়ে অস্ট্রেলিয়ার ‘আগুন দুর্যোগ আবহাওয়ার ঋতুর স্থায়ীত্ব’ বাড়ার গড় হার ২৭ শতাংশে পৌঁছায়। এ সময়ে উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিমাঞ্চল, ও অ্যামাজন নদীর অববাহিকায় এ ঋতুর স্থায়ীত্ব উল্লেখযোগ্যভাবে বেড়েছে। 

               

(আকাশ/এনাম/রুবি)