বেলারুশের সামরিক স্থাপনায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ; ঠেকিয়ে দিলো মিন্‌স্ক
2022-07-04 11:33:18

জুলাই ৪: বেলারুশের স্বাধীনতা দিবস উদযাপনী অনুষ্ঠানের আগে, সেদেশের সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইউক্রেন। তবে, বেলারুশের ক্ষেপণাস্ত্র-বিরোধী ব্যবস্থা সেগুলো ঠেকিয়ে দিয়েছে। গতকাল (রোববার) বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার গ্রিগোরিভিচ লুকাশেঙ্কো এ তথ্য জানান।

তিনি বলেন, “আমরা উস্কানিমূলক আচরণের শিকার হয়েছি। ৩ দিন আগে ইউক্রেন থেকে বেলারুশের সামরিক স্থাপনার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। তবে আমাদের প্রতিরক্ষামূলক ব্যবস্থা সাফল্যের সঙ্গে সব ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দিয়েছে।”

তিনি আরও বলেন, পাশ্চাত্যের দেশগুলোর মূল উদ্দেশ্য উস্কানি দেওয়া এবং সংঘাত প্রলম্বিত করা। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘর্ষ সম্পর্কে তিনি বলেন, কেবল দেশ ও দেশের জনগণের স্বার্থের ওপর আঘাত এলে এ যুদ্ধে জড়িয়ে পড়বে বেলারুশ, অন্যথায় তাঁর দেশ কোনো যুদ্ধে জড়িত হবে না। (সুবর্ণা/আলিম/মুক্তা)