ঈদের আগে পদ্মা সেতুতে মোটরবাইক চলার সম্ভাবনা নেই
2022-07-03 18:51:05

ঢাকা, জুলাই ৩: আসন্ন ঈদুল আজহার আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশের মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আজ রোববার মন্ত্রিসভা বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। অনলাইনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী গণভবন ও মন্ত্রিসভার সদস্যরা মন্ত্রিপরিষদ কক্ষ থেকে সভায় যুক্ত হন।


পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটা নিয়ে উনারা (কর্তৃপক্ষ) কাজ করছেন। পদ্মাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সসহ (এআই) ক্যামেরা বসবে। স্পিডগানও বসানো হচ্ছে। এগুলো বসলে তারপর উনারা কমফোর্ট অনুযায়ী সিদ্ধান্ত নেবেন, কী করা যায়।’ ঈদের আগে মোটরবাইক চলার সম্ভাবনা একদম কম বলেও জানান তিনি।


উল্লেখ্য, পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে মোটরসাইকেলের ব্যাপক চাপ ও দুর্ঘটনার কারণে গত ২৭ জুন ভোর ৬ টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করে সরকার। 


তানজিদ/শান্তা