বাংলাদেশ এখন মেধা রপ্তানির দেশ: মোস্তাফা জব্বার
2022-07-03 15:36:57

ঢাকা, জুলাই ৩: বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাংলাদেশ কেবল তৈরি পোশাক রপ্তানিকারক দেশই নয়, বাংলাদেশ এখন মেধা রপ্তানির দেশও হয়েছে। 

শনিবার রাতে মন্ত্রী ঢাকায় এক হোটেলে আয়োজিত একটি ইভেন্টে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ এখন বিলিয়ন ডলারের সফটওয়্যার রপ্তানি করছে। রপ্তানি করা সফটওয়্যারের ৩৪ শতাংশ যাচ্ছে আমেরিকার বাজারে। মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ এমনকি আইওটি ডিভাইসও রপ্তানি করা হয়েছে। 

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, দেশের মানুষের জীবনধারার সাথে ডিজিটাল প্রযুক্তি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। সাম্প্রতিক বন্যায় দুর্বিষহ দুর্ভোগের মাঝেও বন্যার্ত মানুষ খাদ্যের সাথে ডিজিটাল সংযুক্তিও প্রত্যাশা করেছে বলেও মন্তব্য করেন মন্ত্রী। 


মিম/ শান্তা