হংকং বিশৃঙ্খলা সহ্য করতে পারে না: সি চিন পিং
2022-07-01 16:51:08

জুলাই ১: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং আজ (শুক্রবার) হংকংয়ে বলেন, অতীতের উত্থান-পতনের অভিজ্ঞতা থেকে এটা স্পষ্ট যে, হংকং বিশৃঙ্খলা সহ্য করতে পারে না এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়াও উচিত নয়।

তিনি বলেন, আগামী পাঁচ বছর হলো হংকংকে নতুন করে গড়ে তোলার গুরুত্বপূর্ণ সময়। হংকংয়ের সামনে সুযোগ চ্যালেঞ্জের চেয়ে বেশি। নতুন স্থানীয় সরকারের উচিত প্রশাসনের মান আরও উন্নত করা, উন্নয়নের চালিকাশক্তি বাড়ানো, বাসিন্দাদের জীবিকার দুশ্চিন্তা দূর করা, এবং সবাইকে নিয়ে সম্প্রীতি ও স্থিতিশীলতা রক্ষা করা।

তিনি আরও বলেন, হংকংয়ের যেসব বাসিন্দা আন্তরিকভাবে ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি মেনে চলেন, হংকংকে ভালবাসেন, ও মৌলিক আইনসহ দেশের অন্যান্য আইন মেনে চলেন, তাঁরা হংকংয়ের জন্য নিজেদের অবদান রাখতে পারেন। (ছাই/আলিম/ওয়াং হাইমান)