চীনের তৈরি করা জিম্বাবুয়ের নতুন সংসদ ভবন প্রকল্প সম্পন্ন
2022-06-30 11:19:26

জুন ৩০: গতকাল (বুধবার) দক্ষিণ আফ্রিকায় চীনের সবচেয়ে বড় সহায়তাকারী প্রকল্প জিম্বাবুয়ের নতুন সংসদ ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে এবং সংশ্লিষ্ট যাচাই সফল হয়েছে।

জিম্বাবুয়ের নতুন সংসদ ভবন রাজধানী হারারের পশ্চিমাঞ্চলে ২০ কিলোমিটার দূরে হ্যাম্পডেন হিলস মেট্রোতে অবস্থিত, এর মোট আয়তন ৩৩ হাজার বর্গমিটার। এ প্রকল্প ২০২১ সালের মার্চ মাসে শেষ হওয়ার কথা ছিল। তবে কোভিড-১৯ মহামারীর কারণে গত মে মাসে নির্মাণকাজ শেষ হয়।

২০১৮ সালে এ প্রকল্প চালু করার পর জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া বহুবার তা পরিদর্শন করেছেন। চীন সরকার ও শিল্পপ্রতিষ্ঠানগুলোকে এ প্রকল্পে সহায়তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

 

উল্লেখ্য, নতুন সংসদ ভবনসহ ওয়াংগাই কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্র এবং মুগাবে আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ কাজে অংশ নিয়েছে চীনা কোম্পানিগুলো।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)