পানি বাড়ছে তিস্তায়; ভাঙন আতঙ্কে কুড়িগ্রামবাসী
2022-06-29 20:22:35

ঢাকা, জুন ২৯: গেল কয়েকদিন ধরে পানি বাড়ছে বাংলাদেশের তিস্তা নদীতে। এতে করে ভাঙন আতঙ্কে দিন পার করছে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামের মানুষ। জিও ব্যাগ ফেলেও ভাঙন ঠেকানো যাচ্ছে না তিস্তার।

বাংলাদেশের গণমাধ্যমগুলো বলছে, গেল ১৫ দিনে শুধু কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ৪২টি বাড়ি তিস্তা নদীতে বিলীন হয়েছে। এছাড়া একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি কমিউনিটি ক্লিনিক বিলীনের পথে।

শুধু তিস্তার ভাঙনে নয়, ধরলা-ব্রহ্মপুত্র-দুধকুমারের করাল গ্রাসে পতিত হচ্ছে আবাদি জমিসহ ঘর-বাড়ি। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে নদ-নদী তীরবর্তী এলাকার মানুষজন।

বুধবার সকালে পানি উন্নয়ন বোর্ড অফিস জানিয়েছে, গত ১২ ঘণ্টায় ধরলার পানি ৩৪ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র নদের পানি ১৫ সেন্টিমিটার ও তিস্তার পানি ২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম গণমাধ্যমকে জানান, যারা ঘর-বাড়ি হারিয়েছে তাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে।

অভি/শান্তা