তাইওয়ানের সাথে সরকারি পর্যায়ে চুক্তি না-করতে যুক্তরাষ্ট্রকে আবারও চীনের তাগিদ
2022-06-28 18:54:25

জুন ২৮: চীনের তাইওয়ানের সাথে সরকারি পর্যায়ে কোনো ধরনের চুক্তি না-করতে যুক্তরাষ্ট্রকে আবারও তাগিদ দিয়েছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (মঙ্গলবার) এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তাগিদ দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের উচিত নয় তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের কাছে কোনো ভুল সংকেত পাঠানো।

চাও লি চিয়ান বলেন, বিশ্বে শুধুমাত্র একটি চীন আছে, আর তাইওয়ান সেই চীনের একটি অবিচ্ছেদ্য অংশ। গণপ্রজাতন্ত্রী চীনের সরকারও চীনকে প্রতিনিধিত্বকারী একমাত্র বৈধ সরকার। যুক্তরাষ্ট্রের উচিত ‘এক-চীন নীতি’ এবং চীন-মার্কিন যৌথ ইশতেহারসমূহ মেনে চলা।

মুখপাত্র আরও বলেন, তাইওয়ান কর্তৃপক্ষকেও যুক্তরাষ্ট্রের সাহায্যে স্বাধীন হওয়ার প্রয়াস ছাড়তে হবে। অন্যথায়, তাদেরকে এর কুফল ভোগ করতে হবে। (ইয়াং/আলিম/হাইমান)