পদ্মা সেতু থেকে প্রথম দিনে টোল আদায় ২ কোটিরও বেশি
2022-06-27 20:04:38

ঢাকা, জুন ২৭: বাংলাদেশের বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরুর প্রথম দিনেই ২ কোটি টাকার বেশি টোল আদায় করা হয়েছে। গতকাল রোববার সকাল ছয়টা থেকে আজ সোমবার সকাল ছয়টা পর্যন্ত পদ্মা সেতু দিয়ে ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয়েছে, যা থেকে টোল আদায় হয়েছে প্রায় দুই কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা। সোমবার সকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ পদ্মা সেতুর টোল আদায়ের এই তথ্য জানিয়েছে। 

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, সেতুর মাওয়া টোল প্লাজা দিয়ে যানবাহন পার হয়েছে প্রায় ২৬ হাজার ৫৮৯ টি। সেখানে টোল আদায় হয়েছে ১ কোটি ৮ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা। আর সেতুর জাজিরা টোলপ্লাজা দিয়ে যানবাহন পার হয়েছে প্রায় ২৪ হাজার ৭২৭টি। সেখানে থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৪ লাখ ৪ হাজার ৪০০ টাকা। সেতুতে গত ২৪ ঘণ্টায় বেশি পারাপার হয়েছে মোটরসাইকেল।

এদিকে সোমবার থেকে পদ্মা সেতুতে অনির্দিষ্টকালের জন্য মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। রোববার রাতে এ সংক্রান্ত একটি নোটিশ জারি করে সেতু বিভাগ।

তানজিদ/শান্তা

ছবি: সিএমজি বাংলা