পদ্মা সেতুর দুই প্রান্তে যানের দীর্ঘ সারি
2022-06-26 17:27:29

ঢাকা, জুন ২৬: বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামো স্বপ্নের পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরু হয়েছে। রোববার সকাল ৬টা থেকে যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে সেতু।

এর আগে শনিবার দুপুর ১২টার একটু আগে দেশের সবচেয়ে বড় যোগাযোগ প্রকল্প পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। ৫টি কাউন্টারের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে। পদ্মা সেতুর দুই প্রান্তের যানজটের প্রভাব পড়ে টোল এলাকাজুড়ে। একই অবস্থা শরীয়তপুরের জাজিরা প্রান্তেও।

সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ভোর ৫টা ৫০ মিনিটের দিকে যানবাহন পারাপারের জন্য পদ্মা সেতুর টোল প্লাজা খুলে দেয়া হয়। প্রথম দিকেই মোটরসাইকেলের চাপ ছিল, কিন্তু পরবর্তী সময়ে বাস, মিনিবাস ও প্রাইভেট কারের সংখ্যা বাড়তে থাকে এবং সেতু এলাকাজুড়ে দীর্ঘ সারির সৃষ্টি হয়। প্রয়োজনে অনেকেই পদ্মাসেতু ব্যবহার করছেন।তবে পদ্মা সেতু পার হওয়া এবং দেখার জন্যই উৎসুক জনতার সংখ্যাই বেশি।’

মিম/ শান্তা